মাম কম্পিউটার ট্রেনিং সেন্টার


গ্রাম-গঞ্জের সাধারণ মানুষের কাছে তথ্য প্রযুক্তির সুফল পৌঁছার লক্ষ্যে ২০০২  সালে বগুড়ার একটি নিভৃত অঞ্চল নামুজায় মাম কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০৮ সালে প্রতিষ্ঠানটি বগুড়ার গাবতলীতে স্থানান্তর করা হয়।  প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে সাধারাণ মানুষ ও শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে আসছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৩০০০০ জনকে কম্পিউটার ও তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে তুলেছে। ২০১৮ জুনে এখানে ছাত্র/ছাত্রীর সংখ্যা ৮০ জন। কোর্স শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সার্টিফিকেট প্রদান করা হয়। 

 


এখানে ১২টি কম্পিউটারের সাহায্যে মাল্ডিমিডিয়া প্রজেক্টরে দিয়ে ক্লাশ নেওয়া হয়। জন প্রতি ১ টি করে কম্পিউটার রয়েছে। শুক্রবার ব্যতীত প্রতিদিন খোলা থাকে। ব্যাচ ভিত্তিতে কম্পিউটার শেখানো হয়।   


কোর্স সমূহ: 


  • সার্টিফিকেট ইন কম্পিউটার এপ্লিকেশন কোর্স 
  • অফিস ম্যানেজমেন্ট কোর্স
  • গ্রাফিক্স কোর্স
  • মাল্টিমিডিয়া কোর্স
  • হার্ডওয়্যার কোর্স
  • ওয়েব ডিভলপমেন্ট কোর্স    ইত্যাদি। 


আমাদের সঙ্গে যোগাযোগ:
মাম কম্পিউটার ট্রেনিং সেন্টার
কলেজ রোড, গাবতলী, বগুড়া।
mumcomputer@yahoo.com
mumcomputer5820@gmail.com
01725 823935

কোন মন্তব্য নেই

enot-poloskun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.